1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ির বিজিবির হাতে আটক   লামায় নিরাপদ খাদ্য নিশ্চিতে স্যানিটারি ইন্সপেক্টর’র অভিযান লামায় পাহাড় ধস, লামামুখ – রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবধর্ণা লামায় প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে বিনামুল্যে গাছের চারা, গবাদিপশু, সেলাই মেশিন ও আর্থিক অনুদান মিয়ানমারের বিদ্রোহি আরাকান আর্মির গোলাগুলিতে ছোঁড়া গুলি এসে পড়লো এপারে নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্দ্যোগে গবাদিপশুর, সেলাই মেশিন ও অর্থ বিতরণ করেন এ্যাড. আবুল কালাম  লামায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত লামায় পর্যটন কটেজে এক পর্যটকের আত্মহত্যা লামায় পরিবেশ বিধ্বংসী ৬ লাখ ২৭ হাজার গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু

লামায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গ্রাউসের খাদ্য কর্ণার ও কুইজ প্রতিযোগিতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক |
বিশ্ব খাদ্য দিবস’২৪ উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় ‘অংশীদারীত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের’ আওতায় উপজেলার সরই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সোমবার দুপুরে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো, আশ্রাফুজ্জামান।

এতে বিদ্যলয়ের সহকারী শিক্ষক জমির উদ্দিন ও গোলাম রসুল, সংস্থার প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না, ফিল্ড অর্গানাইজার মেমং মার্মা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করার পাশাপাশি অন্যসব উপস্থিত শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার প্রদান করে গ্রাউস কর্তৃপক্ষ। এর আগে সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুষম খাবার পরিচিতি তুলে ধরতে আয়োজন করা হয় ‘খাদ্য কর্ণার’।

কর্ণারে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, খনিজ লবণ, ভিটামিন ও পানি জাতীয় খাদ্য প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে সুষম খাদ্যের পরিচিতি সহ মানব দেহের জন্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না। এদিন উপজেলার গজালিয়া, ফাইতং ও লামা সদর ইউনিয়নেও একই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়।

এ বিষয়ে সংস্থার প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা দূরীকরণ, পুষ্টিমান উন্নয়ন ও টেকসই জীবিকায়নের লক্ষে গ্রাউস এর ‘ ‘অংশীদারীত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা’ প্রকল্পের আওতায় লামা উপজেলার ৪টি ইউনিয়নে কাজ করছে। তারই অংশ হিসেবে উপজেলার সরই উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ফাইতং, গজালিয়া ও লামা সদর ইউনিয়নে এক যোগে খাদ্য দিবস পালন করা হয়। তিনি আরও বলেন, প্রত্যেক ব্যক্তিকে নিজের বয়স, চাহিদা ও পরিশ্রম অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এ সুষম খাদ্যের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, শক্তি উৎপাদনসহ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়ে থাকে বলেও জানান প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট