লামা প্রতিনিধি |
নানা কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় বিশ্বখাদ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রাশাসন,কৃষি সম্প্রসারন অধিদপ্তর এবং বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে ‘পানি জীবন, পানিই খাদ্য, কেউ থাকবেনা পিছিয়ে’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যালি বের করা হয়। র্যাটিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনায় মিলিত হয়। সংস্থার এগ্রো ইকোলজি প্রকল্প-২ কারিতাস বাংলাদেশ এর মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রানী দাশ অতিথি ছিলেন। উপ সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজীর সঞ্চালনায় দিবসটি পালনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে উপ সহকারী কৃষি কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।