লামা প্রতিনিধি |
সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২৫’উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ‘ন্যয়্য ও সম্ভাবনাময় বিশ্ব পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই স্মৃতি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) বাপ্পী মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শোভন দত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারি প্রোগ্রামার সুব্রত দাশ, সহকারি তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, মডার্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মংজাইপ্রু মার্মা, সীমান্তিক’র প্রোগ্রাম সুপার ভাইজার আতিকুর জাম্মান, সহকারি পরিবার পরিকল্পনা অফিসার শামসুন নাহার লিপি বিশেষ অতিথি ছিলেন।
শেষে বছরের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা অর্পা খেয়াং, মেডিকেল এসিসট্যান্ট রেজাউল করিম, পরিবার কল্যাণ সহকারি ফোরকান আরা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আবুল কালাম আজাদের হাতে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত