লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেছেন, পার্বত্যাঞ্চলে সকল সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি শিক্ষা, যোগাযোগ ও ভৌত অবকাঠামোর ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার সমুহও নিশ্চিত করেছেন। রবিবার সকালে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) বান্দরবান জেলা শাখার উদ্যোগে পৌরসভার আলহাজ্ব ইসমাইল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করা মধ্য দিয়ে দেশের সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে চলেছেন। দেশের মনুষের মৌলিক অধিকার সুরক্ষা এবং লাখ লাখ রোহিঙ্গাকে ঠাই দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ মানবাধিকার রক্ষায় সারা বিশ্বে রোল মডেল।
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবসে সভাপতিত্ব করেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বান্দরবান জেলা শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. রাকিব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল , প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী ও সাংবাদিক উজ্জ্বল বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এসকল কর্মসূচীতে স্থানীয় জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী ,উন্নয়ন কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন।