লামা প্রতিনিধি |
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে বান্দরবান জেলার লামা উপজেলা, পৌর, সরকারী মাতামুহুরী কলেজ ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে শুক্রবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বাবু মং মারমা, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ ইরান, পৌর ছাত্রদলের আহবায়ক নেতা মোঃ নোমান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ক্যাসাভা প্রু মারমার নেতৃত্বে মিছিলে ছাত্রদল নেতা মংমং সে, ইউনুস, আমির হামজা, তারেক, তকি, লিটন,রাজু, খোকন, পৌর ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।