সূত্র জানায়, কয়েক বছর আগে ইউপি সদস্য আবদুল জব্বার মিয়ানমার নাগরিক মনিরা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। পরে ভুয়া জন্ম সনদ সৃষ্টি করে চলমান ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় স্ত্রী মনিরা বেগমকে ভোটার করার জন্য আবেদন করেন উপজেলা নির্বাচন অফিসার বরাবরে। এতে উপস্থাপিত ডকুমেন্টস যাচাই বাছাইকালে মনিরা বেগমের নামে ইস্যুকৃত জন্ম সনদটি ভুয়া বলে ধরা পডে।
ইউপি সদস্য আবদুল জবারকে কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতেও কেউ এমন অপরাধ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত