লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় ‘ভূমি ধ্বস পূর্ব প্রস্তুতিমূলক কর্ম পরিকল্পনা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও সেভ দ্যা চিল্ড্রেন’র সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারী সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। বুধবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্শশালায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, সাংবাদিক, স্থানীয় জনসাধারণ সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ শাকিলা বেগম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশীদ, সেভ দ্যা চিলড্রেন’র সিনিয়র অফিসার আবু তৈয়ব, রাইমস’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফখরুল আবেদীন, রাইমস’র সহকারী প্রকল্প কর্মকর্তা মো. আশিক উজ্জামান কর্মশালায় ভূমি ধ্বস পূর্ব প্রস্তুতিমূলক কর্ম পরিকল্পনার উপর বিস্তারিত ধারণা দেন।
এ সময় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস’র প্রজেক্ট কো অর্ডিনেটর সমন বিজগ, প্রজেক্ট অফিসার উক্যহাই মার্মা, মনিটরিং অফিসার উচ্ছাস চাকমা, ফিল্ড ফ্যাসিলেটেটর ফারজানা ইয়াসমিন, চাই থোয়াই মার্মা উপস্থিত ছিলেন।