লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার মেরাখোলা আশ্রয়ন প্রকল্প-বেগুনঝিরি জামে মসজিদের জায়গা জবর দখল ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. হরুনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আশ্রয়ণ প্রকল্প ও বেগুনঝিরি এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে মসজিদের জায়গা জবর দখলের হাত থেকে রক্ষা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. হারুনের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন-সমাজ সর্দার ওমর আলী, মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা সেকান্দর ও অর্থ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ দিন আগে একই এলাকার বাসিন্দা আব্দুর রশিদ, তার ছেলে মো. কামাল ও আক্তার, রৌশন আলীর ছেলে জহুর আলী সহ আরও ৫-৬জন সংঘবদ্ধ হয়ে মসজিদের জায়গা জবর দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণ করতে যায়। এ সময় মসজিদ পরিচজালনা কমিটির সভাপতি সময় হারুন সহ এলাকাবাসী জবর দখলে বাঁধা প্রদান করেন। এর জের ধরে শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে মাতামুহুরী নদীর মেরাখোলা ব্রিজে হারুনকে একা পেয়ে মো. কামাল, আক্তার ও জহুর আলী সহ আরও ৫-৬জন হামলা চালায়। এতে হারুন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কা জনক হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হারুনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে হারুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।