লামা প্রতিনিধি |
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তথ্য অফিস, লামা -এর আয়োজনে পৌরসভা এলাকার মধুঝিরিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চত্বরে এক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। রবিবার সকালে উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক একেএম রেজাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার। সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ সভায় স্বাগত বক্তব্য রাখেন। এতে সরকারি মাতামুহুরি কলেজের শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সামশুল আলম, উন্নয়ন বোর্ডের উপজেলা সহকারী প্রকল্প ব্যবস্থাপক প্রীতি রঞ্জন চাকমা, সাংবাদিক খগেশ প্রতি চন্দ্র খোকন ও মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন। সভায় উন্নয়ন বোর্ডের উপজেলার সকল পাড়া কেন্দ্র শিক্ষক ও সুপার ভাইজারগন অংশ গ্রহন করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত