লামা প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০নং আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি’কে সপ্তম বারের মত জয়যুক্ত করার লক্ষে লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলছুমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল। যুব মহিলা লীগের আজিজনগর ইউনিয়ন সভাপতি সাফিয়া খাতুনের সঞ্চালনায় এতে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিল্কী রানী দাশ বিশেষ অতিথি ছিলেন। সমাবেশ শেষে আজিজনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের অনুমোদিত পুর্ণাঙ্গ কমিটি নেতাকর্মীদের হাতে তুলে দেন ফাতেমা পারুল।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত