আমিনুল ইসলাম খন্দকার।
মঙ্গল রথযাত্রা, প্রদীপ প্রোজ্জ্বলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় শেষ হলো তিন দিনের 'প্রবারণা পূর্ণিমা' উৎসব।মঙ্গলবার (৭ অক্টোব) সন্ধ্যায় রথ নিয়ে লামা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাতামুহুরী নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ উৎসব।
রঙিন ফানুস, আলোকসজ্জা আর মহামঙ্গল রথযাত্রার উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পাহাড়ি জেলা বান্দরবানের লামা উপজেলায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমাকে ঘিরে সাজ সাজ রব ছিলো সর্বত্র। তিন দিনব্যাপী এ উৎসবকে ঘিরে বৌদ্ধ পল্লিগুলোতে নেমে এসেছে আনন্দের বন্যা।
প্রবারণাকে বর্ণিল করে তুলতে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস উৎসর্গ, মহামঙ্গল রথযাত্রা, পিঠা তৈরি ও নানা ধর্মীয় কার্যক্রম। উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান চলে রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত। দুই সপ্তাহ ধরে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে এবারের মূল আকর্ষণ—রাজহংসী আকৃতির রথ। পাশাপাশি বিভিন্ন আকারের ফানুসও তৈরি হয়।
লামা ছোট নুরালবিল পাড়া 'প্রবারণা পূর্ণিমা' উৎসব উদযাপন পরিষদের সভাপতি মেপা মারমা বলেন, প্রবারণা উপলক্ষে আমাদের সব প্রস্তুতি ছিলো। ফলে পাড়ায় পাড়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শিশু থেকে বৃদ্ধ সবাই প্রবারণার আনন্দে মেতে উঠছিলো।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত