লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছিয়ে পড়া, অসহায়, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শিক্ষা সহায়তা সহ প্রণোদণা দেয়া হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কীমের আওতায় বিদ্যালয়ের ১৫জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তার ৭৫ হাজার টাকা, ১৫জন শিক্ষকের মাঝে প্রণোদনার ১ লক্ষ টাকা ও ১ জন প্রতিবন্ধি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং জিপিএ-৫ প্রাপ্ত ৫ শিক্ষার্থীর মাঝে ১৫ হাজার টাকা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। সোমবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার ও পৌরসভা মেয়র মো, জহিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এসময় উপস্থিত ছিলেন- স্কুল ম্যানেজিং কমিটির সদস্য করিমুল মোস্তফা স্বপন ও প্রদীপ কান্তি দাশ প্রমুখ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত