1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত বিদ্যুৎ চলে গেলেই ঘুটঘুটে অন্ধকারে লামা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের দুর্ভোগ লামায় নিবন্ধিত জেলেরা পেলেন বিনামূল্যে উন্নত জাতের ছাগল লামায় ‘কার্প জাতীয় মাছের মিশ্র চাষ’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন লামায় “ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক” প্রশিক্ষণ চকরিয়া ভূয়া নৌবাহিনী সদস্য পরচিয়ে প্রতারণায় এক দম্পতি গ্রপ্তোর

লামায় মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |

পাহাড়, মেঘ আর আকাশের মিতালি। নীলাকাশে সাদা বকের উড়াউড়ি। চোখ জুড়ানো সবুজের সমারোহ। চারদিক থেকে ধেয়ে আসা বিশুদ্ধ হাওয়া। সমতল ভূমি থেকে প্রায় ১ হাজার ৭০০ ফুট উচ্চতায় মেঘের ওপর থেকে দিগন্ত দেখার অনুভূতি।

কল্পনাবিলাসী কোনো লেখকের নিখুঁত বর্ণনা মনে হলেও বাস্তবে আশ্চর্যময় সৌন্দর্যের এক লীলাভূমি ‘মিরিঞ্জা ভ্যালি’। যেখানে মিশে আছে পাহাড়, মেঘ আর আকাশ! বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের পাশেই অবস্থিত এই মনোহারিণী মিরিঞ্জা ভ্যালি। যেখানে গেলেই দেখতে পাবেন সারি সারি পাহাড় মেঘের সাথে মিতালি করে দাঁড়িয়ে আছে। কখনও কখনও আপনি মেঘের ভেলার ওপরে থাকবেন। মেঘ আপনাকে ছুঁয়ে দেবে। শীতল এই পরশে জুড়িয়ে যাবে হৃদয় ও মন। মেঘ আর কুয়াশার লুকোচুরি খেলার দেখা মিলবে একদম ভোর বা সন্ধ্যায়। বর্ষাকাল হলে সারা দিনই দেখা মিলবে মেঘের আসা-যাওয়া খেলা।

মিরিঞ্জা পাহাড়ে নামার পরই শুরু হয় কোলাহলমুক্ত, দূষিত বাতাসমুক্ত ও যান্ত্রিকতামুক্ত স্নিগ্ধ-সুশোভিত এক নতুন রাজ্য। পাহাড়ের চূড়া ও সবুজের মাঝ দিয়ে দুই পাশের দিগন্ত দেখতে দেখতে কখন যে মিরিঞ্জা ভ্যালিতে পৌঁছে যাবেনÑ বুঝতেই পারবেন না। তবে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে গেলে সন্ধ্যার আগে ফেরাই ভালো।

মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে সুন্দর সময় সকালের সূর্যোদয় ও বিকালের সূর্যাস্তের দৃশ্য। সকালটা এত সুন্দর, আপনি পৌঁছামাত্র কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যাবেন। তবে এখানে প্রবেশে বা সৌন্দর্য অবলোকনে কোনো টাকা খরচ হবে না।

ব্যক্তিমালিকানা জায়গা হওয়ায় এবং পর্যটকদের সরব উপস্থিতির কারণে মিরিঞ্জা ভ্যালির মালিক মো. জিয়াউর রহমান নতুন করে দুটি মাচাং ঘর ও খাবারের দোকান করেছেন। রয়েছে অর্ধশতাধিক তাঁবু ক্যাম্পিংয়ের সুবিধা। প্রতিদিনই দেশের দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষ খোলা আকাশের নিচে তাঁবু ক্যাম্পিং করে মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য ও জোছনামাখা রাতের রূপ দেখতে আসেন।

মিরিঞ্জা ভ্যালির মালিক মো. জিয়াউর রহমান বলেন, এখানে একটি মাচাং ঘরে পরিবার নিয়ে রাতযাপনের সুবিধা রয়েছে। চাইলে ৬-৭ জন বন্ধু মিলেও মাচাং ঘরটিতে থাকতে পারেন। প্রতি রাতের জন্য আপনাকে গুনতে হবে ১ হাজার টাকা। পর্যটকরা চাইলে নিজেরা রান্না করে খেতে পারেন অথবা কর্তৃপক্ষ কর্তৃক রান্না করে খাওয়ানোর ব্যবস্থা আছে। খুবই কম খরচে অনুভব করবেন দার্জিলিং বা নেপাল ভ্রমণের সাধ।

ঢাকার মিরপুর থেকে মিরিঞ্জা ভ্যালিতে ঘুরতে আসেন আরমান মাহমুদ, আনোয়ার মৃধা ও শরিফুল ইসলাম। তারা বলেন, এই জায়গায় দাঁড়িয়ে সূর্য উদয় ও অস্ত দেখতে এত সুন্দর, তা বর্ণনা করার মতো না। আমরা তিন বন্ধু মিলে এখানে তাঁবু ক্যাম্পিং করে থাকতে এসেছি। রাতের জোছনামাখা সৌন্দর্য দেখে সত্যি আমরা বিমোহিত।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, আমি নিজেও কয়েকবার মিরিঞ্জা ভ্যালিতে গিয়েছি। জায়গাটি সবসময়ই সুন্দর। লামা পর্যটন শিল্পে মিরিঞ্জা ভ্যালি অবদান রাখবে।

যেভাবে যাবেন :

দেশের যেকোনো জায়গা থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে। সেখান থেকে লামা-আলীকদম পথে জিপ, বাস বা সিএনজি করে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়া যায়। লামা-আলীকদম সড়কে মিরিঞ্জা পাহাড়ের পাশে গাড়ি থেকে নেমে ১০ মিনিট হাঁটলেই মিরিঞ্জা ভ্যালি। চাইলে মোটরসাইকেল নিয়ে স্পটে যেতে পারেন। চকরিয়া থেকে মিরিঞ্জা পাহাড়ের দূরত্ব ২৪ কিলোমিটার। বাস বা জিপের ভাড়া লাগবে ৫০ থেকে ৬০ টাকা। চাইলে সিএনজি বা প্রাইভেটকার নিয়েও যেতে পারেন। যাওয়ার রাস্তাও খুব সহজ, তেমন একটা কষ্টের পথ না। কারণ সবটা পথ গাড়িতে গিয়ে শুধু ১০ মিনিট হেঁটেই যাওয়া যায়। এখন জায়গাটি খুবই পরিচিত। আর মিরিঞ্জা পাহাড় থেকে লামা শহরের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। মিরিঞ্জা ভ্যালিতে দাঁড়িয়ে লামা শহরটি দেখা যায়। একই সঙ্গে দিগন্তজোড়া আলীকদম ও থানচি উপজেলা দেখতে পাবেন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে।

খাবার :

সারা দিন থাকতে চাইলে দুপুরের খাবার, পানি, হালকা নাশতা সঙ্গে নেওয়া ভালো। তবে চাইলে ওখানে অর্ডার দিয়েও খেতে পারেন।

সাবধানতা :

মিরিঞ্জা ভ্যালি পাহাড়ের চূড়ায় বিধায় দল বেঁধে চলা ভালো। দুই পাশে খাড়া গভীর গিরিখাদ। অসতর্ক থাকলে পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট