লামা প্রতিনিধি |
পার্বত্য অঞ্চলে মৌ চাষের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আতœউন্নয়নের লক্ষে দুই দিন ব্যাপী মৌ চাষ প্রশিক্ষণ প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের এগ্রো ইকোলজি প্রকল্প-২। উপজেলার ফাঁসিয়াখালী, লামা সদর ও রুপসীপাড়া ইউনিয়নের ৯ জন উপকারভোগী কৃষককে নিয়ে গত রবিবার সকালে শুরু হয়ে সোমবার বিকেলে এ প্রশিক্ষণ শেষ হয়। এতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন- হিউম্যানটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো অডিনোটর বীর সিংহ ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ। শেষে প্রশিক্ষণাথীদের হাতে মৌ চাষ উপকরণ হিসেবে বিনামূল্যে মৌ বক্স, স্কুলেডর, নেট, কুইন গেইট, হ্যান্ড গ্লাভস বিতরণ উদ্ভোধন করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ। এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকের আতœ উন্নয়ন ও পুষ্টি চাহিদা মেটাতেই মূলত এ প্রশিক্ষণের আয়োজন।