মো. নুরুল করিম আরমান |
বাংলাদেশ ম্রো সোস্যাল কাউন্সিল এর বান্দরবান জেলার লামা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য ও সম্মেলন কমিটিরি আহবায়ক কাইওয়ে ম্রো’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, টংগাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাংইয়ং ম্রো, কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ও ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি জোনা ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনের উদ্ভোধন করেন- সুয়ালক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ম্রো সোস্যাল কাউন্সিলের বান্দরবান জেলা সভাপতি রাংলাই ম্রো। অন্যদের মধ্যে সাংগু মৌজা হেডম্যান চ্যংúাত ম্রো ও লুলাইং মৌজা হেডম্যান সিংপাত ম্রো প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন। শেষে অনুষ্টিত সম্মেলনে কাইওয়ে ম্রো সভাপতি, চ্যংপাত ম্রো সাধারণ সম্পাদক, লাংইয়েং ম্রো সাংগঠনিক সম্পাদক ও দিরওয়াই ম্রো কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।
বাংলাদেশ ম্রো সোস্যাল কাউন্সিল সম্মেলনের সত্যতা নিশ্চিত করে সম্মেলন কমিটির আহবায়ক কাইওয়ে ম্রো বলেন, ২৮ ফেব্রুয়ারীর মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের শর্তে নব গঠিত আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আগামী তিন বছর নব নির্বাচিত নেতৃবৃন্দরা সংস্থার দায়িত্ব পালন করবেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত