নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলার হিলটপ এগ্রো লিমিটেডের বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার বিকেলে উপজেলার গজালিয়া ইউনিয়ন সদর থেকে ২৩ কিলোমিটার দূর পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মো.রফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আশিয়া মল্ল পাড়ার বাসিন্দা আব্দুর সবুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের দুর্গম পহাাড়ি মেরাইত্তা এলাকায় হিলটপ এগ্রো লিমিটেড’র বাগান ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে কিছু অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী ৪ জানুয়ারী ভোর ৪টার দিকে রফিকুল ইসলামকে বাগানের অফিস কক্ষ থেকে তুলে নিয়ে যায়। পরে বাগান মালিক নুরুল আকতারের মোবাইলের মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন।
সূত্র জানায়, অপহরণের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ বীর আলীকদম জোনের মেজর আজিজের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর দুইটি টিমের সদস্যরা রফিকুল ইসলামকে উদ্ধারে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে নামেন। অভিযানের এক পর্যায়ে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে রফিকুল ইসলামকে বাগান থেকে এক কিলোমিটার দূর পাহাড়ের ঢালুতে ছেড়ে দেয়। এর আগেও একই এলাকা থেকে লামা রাবারের সুপার ভাইজারকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা।
অপহৃত বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, উদ্ধারের পর রফিকুল ইসলামকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত