মোস্তফা কামাল, চকরিয়াঃ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে তিন প্রবাসীর বাগান থেকে রাতের আঁধারে প্রায় দুই শতাধিক গর্জন ও ম্যালেরিয়া গাছ কেটে লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ এপ্রিল) গভীররাতে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিতাবনিয়া নামক এলাকায় প্রবাসী জাহাঙ্গীর আলম, জাফর আলম ও জানে আলমের বাগানে এ ঘটনা ঘটে।
বাগান মালিক প্রবাস ফেরৎ মোঃ জাফর আলম সাংবাদিকদের অভিযোগ করে জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিতাবনিয়া নামক এলাকায় তাঁরা তিন ভাইয়ের নামীয় ১৫ একর জমিতে গর্জন ও ম্যালেরিয়াসহ আরো বিভিন্ন প্রজাতির গাছের চারা রূপণ করে দীর্ঘ বছর ধরে বাগান পরিচর্যা করে আসছেন। এখন গাছ গুলো বড় হয়ে তাঁদের বাগানটি সবুজের সমহার হয়ে উঠেছে। কিন্তু তাঁদের এই কষ্টের ফসল বাগানটির ওপর নজর পড়েছে স্থানীয় একটি চোর চক্রের! বাগান থেকে প্রতিনিয়ত গাছ চুরি হয়ে যাচ্ছে। এপর্যন্ত প্রায় দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় রবিবার রাতের আঁধারে বাগান থেকে ১৫-২০ বছর বয়সী প্রায় অর্ধশতাধিক গর্জন ও ম্যালেরিয়া গাছ কেটে নিয়ে যাচ্ছিল চোরের দল। এসময় আমরা খবর পেয়ে লোকজন সাথে নিয়ে বাগানে গেলে, আমাদের উপস্থিতি টের পেয়ে চোর চক্রটি গাছ রেখে দ্রুত পালিয়ে যায়। এসময় আমরা চোর চক্রের দুই জনকে চিহ্নিত করেছি। তাই আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে, চেয়ারম্যান কাটা গাছগুলো তাঁর হেফাজতে নিয়ে চোর চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি আরো জানান, বিষয়টি যদি স্থানীয়ভাবে সমাধান না হয়, তবে তিনি চক্রটির বিরুদ্ধে মামলা করবেন। এ বিষয়ে জানতে চাইলে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এঘটনায় ভুক্তভোগী বাগান মালিকরা স্থানীয় চেয়ারম্যান ও লামা থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।