1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি।

বান্দরবানের লামায় সেবামুলক সংগঠন ‘রাহবার ফাউন্ডেশন’ এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

শনিবার (০৩ মে) হেরার জ্যোতি ও রাহবার ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় আলহাজ্ব শামছুল হক ফাউন্ডেশন ও দারুল আরহাম ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় লামা হাইস্কু্ল সংলগ্ন ইসলামী শিক্ষা কেন্দ্র’র প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা রাজিয়া বেগম (৪৫) নগরুন ত্রিপুরা (৬০) বলেন, “অনেকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখিয়েছি। এটা আমাদের মতো দরিদ্র মানুষের জন্য অনেক উপকার হলো।”

একইভাবে চিকিৎসা নেওয়া বেদক পুরি তঞ্চঙ্গ্যা (৭৫) আমিনুল (৩৫) বলেন, “আমি দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছি। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছি। এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া দরকার, বিশেষ করে গ্রামের দরিদ্র মানুষের জন্য।”

এই উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, এ ধরনের কার্যক্রম গ্রামের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা চান, এটি আরও নিয়মিতভাবে আয়োজন করা হোক, যাতে চিকিৎসা বঞ্চিত মানুষজন সেবা পেতে পারে।

রাহবার ফাউন্ডেশন এর সভাপতি মাও. মো. মিজানুর রহমান বলেন, মানবতার কল্যাণে “আমাদের সংগঠন সবসময় মানুষের পাশে দাঁড়াবে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস নিয়েছি। আমরা চাই, অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাগিব আহসান বলেন, “শুধু চিকিৎসা সেবা নয়, আমরা শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছি। আমাদের মূল লক্ষ্য লামার জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এ কাজে সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারবো।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট