লামা প্রতিনিধি।
বান্দরবানের লামায় সেবামুলক সংগঠন ‘রাহবার ফাউন্ডেশন’ এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
শনিবার (০৩ মে) হেরার জ্যোতি ও রাহবার ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় আলহাজ্ব শামছুল হক ফাউন্ডেশন ও দারুল আরহাম ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় লামা হাইস্কু্ল সংলগ্ন ইসলামী শিক্ষা কেন্দ্র’র প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা রাজিয়া বেগম (৪৫) নগরুন ত্রিপুরা (৬০) বলেন, “অনেকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখিয়েছি। এটা আমাদের মতো দরিদ্র মানুষের জন্য অনেক উপকার হলো।”
একইভাবে চিকিৎসা নেওয়া বেদক পুরি তঞ্চঙ্গ্যা (৭৫) আমিনুল (৩৫) বলেন, “আমি দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছি। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছি। এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া দরকার, বিশেষ করে গ্রামের দরিদ্র মানুষের জন্য।”
এই উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, এ ধরনের কার্যক্রম গ্রামের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা চান, এটি আরও নিয়মিতভাবে আয়োজন করা হোক, যাতে চিকিৎসা বঞ্চিত মানুষজন সেবা পেতে পারে।
রাহবার ফাউন্ডেশন এর সভাপতি মাও. মো. মিজানুর রহমান বলেন, মানবতার কল্যাণে “আমাদের সংগঠন সবসময় মানুষের পাশে দাঁড়াবে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস নিয়েছি। আমরা চাই, অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাগিব আহসান বলেন, “শুধু চিকিৎসা সেবা নয়, আমরা শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছি। আমাদের মূল লক্ষ্য লামার জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এ কাজে সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারবো।”