লামা প্রতিনিধি |
মোহামম্মাদ নুরুল আলম দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন। বাড়ি লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি সিলেটিপাড়া গ্রামে। গত চার বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। এ খবর পেয়ে গত বুধবার বিকেলে নুরুল আলমকে দেখতে যান রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড'র উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী কোম্পানি। এ সময় তিনি অসুস্থ নুরুল আলমের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দোহা, মো. নুরুল আলম, রহমত আলী সহ রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেডের আহবায়ক মোহাম্মদ জালাল ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ১১ জানুয়ারী পৌরসভার কলিঙ্গাবিল পাড়ার বাসিন্দা ও সমিতির সদস্য অসুস্থ আবদুল সামাদকেও ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন মো. আইয়ুব আলী।
এ বিষয়ে লামা রিক্সা চালক সমবায় সতিতি লিমিটেডের আহবায়ক মো. জালাল জানান, সমিতির উপদেষ্টা আইয়ুব আলীর এ মানবিকতা দৃষ্টান্ত হয়ে থাকবে।
আর্থিক অনুদান প্রদানকালে মো. আইয়ুব আলী বলেন, মোহাম্মদ নুরুল আলম রিক্সা চালক সমবায় সমিতির একজন সদস্য। দূর্ঘটনায় তার যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তবুও দুঃসময়ে এ সহযোগিতা প্রদানের উদ্যোগ। ভবিষ্যতেও সমিতির কোন সদস্য অসুস্থ কিংবা বিপদে পড়লে সহযোগিতা করা হবে আশ^াস দেন মো. আইয়ুব আলী।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত