ক্রীড়া প্রতিবেদক |
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনায় ও আলীকদম জোনের আয়োজনে অনুষ্ঠিত সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে লামা উপজেলার চাম্পাতলীস্থ আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রূপনগর একাদশ বনাম লামা জুনিয়র একাদশ’র মধ্যে অনুুষ্ঠিত কঠোর প্রতিদ্বন্ধিতা ম্যাচ শেষে রূপনগর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে উপজেলার ২৪টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে আলীকদম সেনবাহিনীর (বিএ-৭৭৮১) মেজর মো. মঞ্জুর মোর্শেদ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় গজালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার, আনসার ব্যাটালিয়নের সার্কেল এ্যাডজুজেন্ট, বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজু রহমান, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো. আমির হোসেন ও সদস্য মো. আবু তাহের মিয়া, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর মো: মঞ্জুর মোর্শেদ বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় মানসম্পন্ন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। সেনাবাহিনী শুধু শান্তি ও নিরাপত্তারক্ষী নয় বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ক্রীড়া বিকাশেও অগ্রণী ভূমিকা রাখছে। এ ধরনের টুর্নামেন্ট একদিন জাতীয় দলে লামা উপজেলার তরুণদের জায়গা করে দেবে।
তিনি আরও বলেন, খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। এটি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখে এবং নেতৃত্ব, সহনশীলতা ও দলবদ্ধ চেতনা গড়ে তোলে, যা জাতি গঠনে অপরিহার্য।