বাবু মং মার্মা, লামা
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়ার কোয়ান্টাম ফাউন্ডেশনে চক্ষুসেবা ও ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের লায়ন্স ক্লাব শনিবার দিনব্যাপী এ চক্ষু সেবার আয়োজন করে। এতে তুমুল বৃষ্টি উপেক্ষা করে ৫ শতাধিক নারী-পুরুষ সেবা গ্রহণ করেন। সেবা গ্রহণকারীর মধ্যে ৩২৯ জন চক্ষুসেবা ও ১৭৩ জন ব্লাড গ্রুপিং রয়েছে। শুধু আশপাশ এলাকার মানুষ নয়, কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের কিছু অংশও এই সেবা গ্রহণ করে। ক্যা¤েপ চট্টগ্রাম লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-৪ এর গভর্নর কোহিনূর কামাল প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন-লায়ন্স ক্লাবের প্রথম ভাইস জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ অপু ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ফিনিক্সের প্রেসিডেন্ট ইঞ্জি. কামাল উদ্দিন আহমেদ, ডিরেক্টর ইঞ্জি. মকবুল হোসেন ও মেম্বারশিপ চেয়ারপারসন মাহাবুবুল ইসলাম প্রমুখ। চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যা¤প আয়োজনে সহযোগিতার জন্য লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান বলেন, ১০ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম সেবা প্রদান করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত