লামা প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লামা উপজেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এক যোগে ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ রবিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। ভোট গ্রহণে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিকাল ৪টায় এ ভোট গ্রহণ শেষ হবে। এবারে বান্দরবান ৩০০নং আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রার্থী এটিএম শহীদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছবিটি লামা আদর্শ বালিকা উচ্চ কেন্দ্র থেকে তোলা,,