মো. নুরুল করিম আরমান |
বান্দরবান জেলার লামা উপজেলার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, উপজেলার ২নং চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এর আগে কোন প্রতিদ্বন্ধি না থাকায় ছোট বমু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল দে সাধারণ সম্পাদক, নুনারবিল মডেল সরকারী প্রাথমিকক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন জুয়েল সহ-সভাপতি, কলারঝিরি মংপ্রু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, মেউলার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজগর হোসেন ও ঠান্ডারঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাচিং মার্মা ডিরেক্টর নির্বাচিত হন। শনিবার দুপুর (৩০ সেপ্টেম্বর) ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সমবায় অধিদপ্তরের বান্দরবান জেলার পরিদর্শক রহিম উদ্দিন। এতে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ ও সহকারী শিক্ষক দৌলত জামান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। গোপন ব্যালটের মাধ্যমে ৮২ সদস্যের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৫জন সদস্য। নির্বাচনের আগে সংগঠনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে ১ জানুয়ারী সংগঠনটি প্রতিষ্ঠার পর ৬ জুলাই সমবায় অধিদপ্তরের নিবন্ধনের পাশাপাশি ২০১৩ সালের ২৭ জুন কাল্ব থেকে রেজিষ্ট্রেশন লাভ করে। বর্তমানে এ সংগঠনে ৩৮২ জন সদস্য রয়েছে বলে জানান, নব নির্বাচিত সভাপতি নুরুল ইসলাম। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রহিম উদ্দিন বলেন, নব নির্বাচিত কমিটির সদস্যরা আগামী ৩ বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।