লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর বাজার এলাকা থেকে অপহৃত শিশু তানজিমুল হককে (১০) শুক্রবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। এর আগে অপহরণকারীরা বৃহস্পতিবার দুপুরে বাড়ী থেকে তুলে নিয়ে শিশুটির মা বাবার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনায় জড়িত অপহরণকারী শামসু আলমকে (৩৯) পুলিশ আটক করেছে। অপহৃত তানজিমুল হক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বনপুর এলাকার বাসিন্দা এহসান উল্লাহর ছেলে।
অপহৃত শিশুর মা মাইমুনা শাকেরা প্রকাশ রহিমা বেগম (৩৫) জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ছেলে ইয়াছিন আরাফাত (১৪), মোঃ এরফান (১২), তানজিমুল হক (১০)কে বাড়িতে রেখে স্বামী ও ছোট মেয়ে তানজিলা সুলতানা(৫) কে নিয়ে জরুরী কাজে বান্দরবান সদরে যান। একই দিন বিকাল ৪ টার দিকে বাড়ীতে ফিরে ভিকটিম তানজিমুল হক (১০) কে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। খোঁজাখুজির একপর্যায়ে অপহরণকারীরা বাদীকে মোবাইল ফোনে জানায় যে, তানজিমুল হক (১০) কে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটক করে রেখেছে। ছেলেকে পেতে হলে মুক্তিপন বাবদ অপহরণকারীদেরকে ১,০০,০০০ টাকা দিতে হবে। দাবীকৃত মুক্তিপনের টাকা না দিলে ছেলেকে মেরে ফেলবে। মুক্তিপনের টাকার জন্য মা বাবাকে মোবাইল ফোনে একাধিকবার হুমকিও দিতে থাকেন অপহরণকারীরা। পরে অপহৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে লামা থানার মামলা নং-১১/১১, তারিখ-২৬/০১/২০২৪খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৮/৩০ রুজু হয়। তৎপ্রেক্ষিতে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযোগ পাওয়ার মাত্র ৬ ঘন্টার মধ্যে অপহরণকারীর অবস্থান সনাক্ত করে পুলিশের একটি টিম কক্সবাজার জেলার মহেশখালী থানা এলাকা থেকে অপহরণকারী শামসু আলমকে আটক করে। এ সময় অপহরণকারীর হেফাজত থেকে শিশু তানজিমুল হক কেও উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো শামীম শেখ বলেন, আটক অপহরণকারী শামসু আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত