লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় শ্যালকের মারধরে দুলা ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি উহ্লা মং মেম্বার পাড়ায়। নিহতের নাম ধুংচিং মং মার্মা (৪০)। সে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মার্মা পাড়ার বাসিন্দা মৃত অংথোয়াই অং মার্মার ছেলে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান তিনি। অভিযুক্ত মংচুইসা মার্মা (৩১) উহ্লা মং মেম্বার পাড়ার বাসিন্দা বামং মার্মার ছেলে।
বিশ^স্থ সূত্র জানায়, ধুংচিং মং মার্মা ও মংচুইসা মার্মা সম্পর্কে শ্যালক দুলাভাই। গত মঙ্গলবার দুলা ভাই রুপসীপাড়া ইউনিয়নের উহ্লা মং মেম্বার পাড়াস্থ দুর সম্পর্কীয় শ্যালকের কাছে পাওনা টাকা চাইতে যান। এ নিয়ে শ্যালক দুলা ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয। এক পর্যায়ে শ্যালক মংচুইসা মার্মা ক্ষিপ্ত হয়ে দুলা ভাই ধুংচিং মং মার্মাকে মারধর করেন। পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক ধুংচিং মং মার্মাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ধুংচিং মং মার্মা মারা যান। ধুংচিং মং মার্মার মৃত্যুর খবর পেয়ে অভিযুক্ত মংচুইসা মার্মা পালিয়ে গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহত ধুংচিং মং মার্মার লাশের প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হবে। ভুক্তভোগীরা অভিযোগ করলে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।