1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত বিদ্যুৎ চলে গেলেই ঘুটঘুটে অন্ধকারে লামা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের দুর্ভোগ লামায় নিবন্ধিত জেলেরা পেলেন বিনামূল্যে উন্নত জাতের ছাগল লামায় ‘কার্প জাতীয় মাছের মিশ্র চাষ’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন লামায় “ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক” প্রশিক্ষণ চকরিয়া ভূয়া নৌবাহিনী সদস্য পরচিয়ে প্রতারণায় এক দম্পতি গ্রপ্তোর

লামায় সচেতনতামূলক জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা : গত ১৭ বছরে দেশে ভোটাধিকার সহ মানুষের মৌলিক অধিকার ছিলনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

| লামা প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় এক সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শ্লোগান সম্বলিত নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় ভরে উঠে উপজেলা পরিষদ চত্বর। উপজেলা বিএনপি’র (একাংশ) সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাধারণ সম্পাদক জাবেদ রেজা। বিএনপি নেতা মো. ইউছুফ আলী, ছাত্রদল নেতা বুলবুল ও মো. শাহরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক জনসভায় বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির আহবায়ক মো. সাইফুদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আইয়ুব আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান, জিয়া সাংস্কৃতিক সংগঠনের বান্দরবান জেলা সভাপতি মো. আলমগীর চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লাল সিংহ তংচংঙ্গ্যা, বান্দরবান জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক উনুচিং মার্মা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন রাসেল, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহির, উপজেলা মহিলা দলের (একাংশ) সভাপতি শারাবান তহুরা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক বশির আহমেদ, মিজানুর রহমান ও জাকির হোসেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন, রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গাজী, লামা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, গজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন সুমন ও সরই ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হালিম প্রমুখ। জনসভায় উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুই সহ¯্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ১/১১ সময় আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আসে। এ অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশে কোন ধরণের ভোটাধিকার সহ মানুষের মৌলিক অধিকার ছিলনা। ছিল শুধু মানুষের ঘরে ঘরে মামলা, হামলা, গুম ও খুনের আহাজারি। গত ৫ আগস্ট তারেক জিয়ার নেতৃত্বে দেশের ছাত্র-জনতা সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে নতুন করে দেশকে স্বাধীন করেন। দেশ স্বাধীনের পর খুনি হাসিনা পালালেও আজও তার দোসররা রয়ে গেছে। তারা নতুন করে দেশে অস্থীতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খুনি হাসিনার দোসরদের প্রতিহত করার আহবানও জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট