1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত বিদ্যুৎ চলে গেলেই ঘুটঘুটে অন্ধকারে লামা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের দুর্ভোগ লামায় নিবন্ধিত জেলেরা পেলেন বিনামূল্যে উন্নত জাতের ছাগল লামায় ‘কার্প জাতীয় মাছের মিশ্র চাষ’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন লামায় “ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক” প্রশিক্ষণ চকরিয়া ভূয়া নৌবাহিনী সদস্য পরচিয়ে প্রতারণায় এক দম্পতি গ্রপ্তোর

লামায় সড়কের পাশের একটি গাছে রক্ষা পেলো ৩২ প্রাণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি।

গাছ যে মানুষের অকৃত্রিম বন্ধু সেটি আবারো প্রমাণ হলো বান্দরবানের লামা উপজেলায়। একটি গাছের জন্য বেঁচে গেলা অনেক প্রাণ।

বান্দরবান জেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের পাশের একটি গাছ যাত্রীবাহী একটি বাসকে আটকে দিয়ে ৩২টি প্রাণ বাঁচালো। গাছটি না থাকলে যাত্রীবোঝাই ওই বাসটি প্রায় ৩০০ ফুট পাহাড়ি খাদে পড়ে যেত। দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেলেও গাড়িচালক, হেলপারসহ কম বেশি সবাই আহত হয়েছেন।

আহতদের মধ্যে যাদোর নাম পাওয়া গেছে,  তারা হলেন ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মাশকুরা সিদ্দিকা (২০), গাড়ির হেলপার আমজাদ (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২), গাড়িচালক লিটন দাশ (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)। এরা সবাই চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজান ইউনিয়নের বাসিন্দা।

সূত্র জানায়, ফজল আহমদ, তার পরিবার ও আত্মীয়রা ঈগল পরিবহনের একটি বাসযোগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়ের পর্যটন স্পটে ঘুরতে যান। গাড়িটি উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় পৌঁছার পর তেল শেষ হয়ে যায়। পরে চালক তেল নিতে যাত্রীদের নিয়ে লামা উপজেলা শহরের দিকে রওনা হয়।

একপর্যায়ে সড়কের পশ্চিম লাইনঝিরি মাদানীনগর মোড়ে পৌঁছালে গাড়িটির ব্রেক কাজ করছিল না। এ সময় চালক গাড়িটি রক্ষার জন্য রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ঠেকিয়ে দেন। এতে

গাড়িটি পাহাড়ি খাদে পড়া থেকে রক্ষা পায়। তবে গাছের সঙ্গে ধাক্কায় ৩২ যাত্রী কম বেশি আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

এ বিষয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোলায়মান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে শিশু তাহজীব ও গাড়ির হেলপার আমজাদসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত ডা. ফাহাদ বিন তৈয়ব জানান, ঈদ পরবর্তী পারিবারিক ভ্রমণে তারা লোহাগাড়ার আধুনগর থেকে ঈগল পরিবহনের একটি মিনিবাসে লামায় যাচ্ছিলেন। লাইনঝিরি এলাকার মাদানীনগরে গেলে বাসটির ব্রেক কাজ করছিল না। নিরুপায় দেখে চালক বাসটি গাছের সঙ্গে লাগিয়ে দেয়। এতে আমরা প্রাণে বেঁচে গেলেও আহত হই সবাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি তোফাজ্জাল হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনায় পতিত বাসটি থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট