বান্দরবান জেলার লামা উপজেলায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২৬০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলার খাল ও পরিষদ পুকুরসহ ৪৪ টি জলাশয়ে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন পোনা মাছ অবমুক্ত উদ্বোধন করেন। মৎস্য কর্মকর্তার কার্যালয় এর বাস্তবায়নে পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠানে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, বান্দরবান সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বান্দরবান জেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো. আমির হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাছের চাষ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এ পোনা মাছ অবমুক্ত করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ।