মো. নুরুল করিম আরমান |
বান্দরবান জেলার লামা উপজেলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং (৪৯) কে অবৈধ বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ভোর ৪টার দিকে উপজেলা সদর ইউনিয়নের শীলেরতুয়া এলাকার চংবট মুরুং পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাইংপা মুরুং চংবট মুরুং পাড়ার বাসিন্দা মৃত রাংলাই মুরুংয়ের ছেলে।
সূত্র জানায়, আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধে কাইংপা মুরুং এর বিরুদ্ধে আলীকদম থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ ২০০২ সালে লামা উপজেলায় রুজুকৃত অপর একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা মুলতবী রয়েছে। পরোয়ানা ও কারাদন্ডের পর থেকে কাইংপা মুরুং গা ঢাকা দেন। এক পর্যায়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চংবট মুরুং পাড়ায় অভিযান চালায়। এ সময় দেশিয় তৈরি একটি অবৈধ এক নলা বন্দুক সহ কাইংপা মুরুংকে গ্রেফতার করে পুলিশ।
সাজাপ্রাপ্ত পলাতক কাইংপা মুরুংকে বন্দুকসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতার কাইংপা মুরুংয়ের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯ (এ) ধারা মতে মামলা করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত