বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭০০ কেজি স্কুলের বই চোরাই পথে পাচারকালে জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। রবিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় পাচারকালে ১৬৯ কেজি এবং বিকেল ৩টায় অভিযান চালিয়ে মজুদকৃত ৫৩১ কেজি বই জব্দ করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন, লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম।
স্থানীয়রা জানান, ফাইতং ইউনিয়ন হতে ভ্যানে করে চকরিয়া পাচারে সময় স্থানীয় জনতা তাকে আটক করে। তার ভ্যানে কাছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই ১৬৯ কেজি বই উদ্ধার করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এইসব বই ফাইতং ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের হতে পারে। গভীরভাবে তদন্ত করে প্রকৃত আসামিকে বের করে আইনে আওতায় নিয়ে আসা দাবি জানানো হয়।
পুলিশ জানায়, ফাইতং পুলিশ ফাঁড়ির পুলিশের এসআই জুনাইদ হাসান সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে নয়াপাড়া এলাকার বাদল কান্তি দে এর ভাড়া বাড়ি হতে ৫’শত ৩১ কেজি বই জব্দ করা হয়েছে। বই গুলো জান্নাতুল বকেয়া রেখা নামে এক ভাড়াটিয়া মহিলার রুম থেকে জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ওই মহিলা পালিয়ে যায়। এই ঘটনায় নিয়মিত মামলা রুজু করতে পুলিশকে বলা হয়েছে।
ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বলেন, ঘটনাস্থল লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় পড়েছে। তবে বই গুলো কোন স্কুলের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফাইতং পুলিশ ফাঁড়ির পুলিশের আইসি শেখ শামীম বলেন, জব্দকৃত বই গুলো প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণির। বই গুলো ২০২৩ সালের এবং পুরাতন বইও রয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালককে আটক করা হয়েছে। জব্দকৃত বই ও ভ্যানচালককে লামা থানায় পাঠানো হয়েছে।
লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে ভ্যান চালককে আটক করা হয়েছে। কিভাবে এত বই কালোবাজারে আসছে বা জান্নাতুল বকেয়া রেখা’র কাছে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত