মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় ‘সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার’ বিষয়ক এক সেমিনার মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাস বাংলাদেশ’র সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় উপকারভোগীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন- উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরেশ বসাক, সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি এহসানুল হক ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ। সেমিনারে উপজেলায় পিঁছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষার আওতায় অন্তভূর্ক্ত উপকারভোগীরা যাতে সরকারী বেসরকারী বিভিন্ন সুযোগ সুবিধাসমূহ বিষয়ে জানতে পারেন এবং কোন প্রক্রিয়ায় গেলে সুযোগ-সুবিধাগুলো প্রান্তিক জনগোষ্ঠীরা পাবেন, সে বিষয়ে স্ব স্ব দপ্তরের প্রতিনিধিগণ সেবা সমূহ তুলে ধরেণ।