নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলায় ছুরিকাঘাতে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় ঘটনাটি ঘটে। চিকিৎসার জন্য উপজেলার কাছাকাছি লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় সোমবার দিনগত রাত ৯টার দিকে আব্দুর রহমান মারা যায়। আব্দুর রহমান আমতলী মুসলিম পাড়ার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় দুই নারী ও ঘাতকসহ ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে গত সোমবার মাগরিবের পর স্থানীয় বিচার সালিশি বৈঠকের তারিখ ছিল। সেমতে দুই পক্ষই ইউনিয়নের মোস্তফা নগরের সামশুল আলমের দোকানের সামনে জড়ো হয়। বৈঠক শুরুর আগে বড় ভাই আব্দুর শুক্কুরের তিন শ্যালকের সঙ্গে কথা কাটাকাটি হয় আব্দুর রহমানের সাথে। একপর্যায়ে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করেন আব্দুর শুক্কুরের শশুরবাড়ির লোকজন। এতে আব্দুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আব্দুর রহমান মারা যান।
আব্দুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনার সাথে জড়িত মো. সোহেল মিয়া (২৩) সহ নিহতের ভাবী মিনুয়ারা বেগম, ভাবীর মা সালমা বেগম, মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেন। আটকরা লোহাগাড়া উপজেলার পানতিশা এলাকার বাসিন্দা মো. কামাল প্রকাশ বদ’র স্ত্রী, ছেলে ও মেয়ে।
এ বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদ সদস্য ছৈয়দুর রহমান জানান, আব্দুর শুক্কুর ও মিনুয়ারা বেগমের মধ্যে সৃষ্ট পারিবারিক বিরোধ সমাধানে সোমবার বিকেলে বৈঠকের কথা। কিন্তু মিনুয়ারা বেগমের ভাইয়েরা বৈঠক শুরুর আগেই কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করেন। ঘটনাটি খুবই মর্মান্তিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, আব্দুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত মো. সোহেল মিয়াসহ ৫ জন আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত আব্দুর রহমানের লাশ উদ্ধার করে সোমবার দিনগত রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।