মো. নুরুল করিম আরমান |
জ্যোতিষ বড়ুয়াকে সভাপতি ও মো. জুনাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন’র বান্দরবান জেলার লামা উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের বান্দরবান জেলা শাখা কমিটির সভাপতি মো. মাসুদ খাঁন ও সাধারণ সম্পাদক অনন্ত কুমার তংচংগ্যা গঠিত কমিটির অনুমোদন দেন।
কমিটিতে নির্বাচিত অন্য পদেরা হলেন- সালমা আক্তার সহ-সভাপতি, তিমথি ত্রিপুরা সহ-সাধারণ সম্পাদক, জেসমিন আক্তার সাংগঠনিক সম্পাদক, মো. আবুল বশর সহ-সাংগঠনিক সম্পাদক, তুতুমা মার্মা অর্থ সম্পাদক, চিংনু মার্মা প্রচার ও প্রকাশনা সম্পাদক, অরুপম বড়ুয়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সুরেশ ত্রিপুরা দপ্তর সম্পাদক, উম্মে হায়াত আরজু মহিলা বিষয়ক সম্পাদিকা, যচিন্দ্র ত্রিপুরা আইন বিষয়ক সম্পাদক, বীরেন্দ্র ত্রিপুরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
এতে মো. আল আমিন, মো. মাসুদ খান, মো. আব্দুস ছালাম, পারভিন আক্তার, জয়তুন নেছা, হেনচিং প্রু মার্মা, হামিদা আক্তার, রনজিত বড়ুয়া, কামরুন নাহার, রুমা আক্তার, সুলতানা ইয়াসমিন, সিংথোয়াইনু মার্মা, মালা ত্রিপুরা ও মংনু মার্মা কার্যকরী সদস্য নির্বাচিত হন। গঠিত কমিটি গত ২৯ জুলাই অনুমোদন প্রদানের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন’র বান্দরবান জেলা শাখার সভাপতি মো. মাসুদ খাঁন জানান, গঠিত কমিটির নেতৃবৃন্দরা আগামী দুই বছর সংগঠনের উন্নয়নে কাজ করবেন।