লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। মতবিনিময়কালে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি লামা উপজেলায় ভালো কিছু করতে চাই।
নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এর আগে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ডেপুটি কালেক্টর রেভিনিউ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৬ তম ব্যাচ (বিসিএস) এর একজন কর্মকর্তা। তার নিজ জেলা ফেনী সদর উপজেলায় বলে জানা গেছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত