মো. নুরুল করিম আরমান।
বান্দরবান জেলার লামা বাজার থেকে লামামুখ সড়ক। এ সড়কের উপর ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গেল বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টির পানি সড়কের উপর দিয়ে গড়িয়ে পড়ার কারণে এসব গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেনি। এতে এ সড়কে চলাচলকারী লামা সদর ও রুপসীপাড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। সড়কটি এমন অবস্থায় পরিণত হয় যে, ৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগে যায় ২০ মিনিট।
অবশেষে দীর্ঘদিনের দূর্ভোগ লাঘবে স্থানীয় টমটম মালিক ও চালকরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। এ ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের কারিতাস বাংলাদেশ'র কার্যালয় থেকে আইডিএফ কার্যালয় পর্যন্ত মাটি ভরাট করেন তারা। সংস্কার কাজে ১৫-১৬ জন মালিক ও চালকরা অংশ গ্রহণ করেন বলে জানান পথচারীরা। তারা জানান, মাটি ভরাটের কারনে মোটামুটি সড়কটির অংশ বিশেষ চলাচলের উপযোগী হয়েছে। এতদিন এ সড়ক দিয়ে যান চলাচল ত দূরের কথা, পায়ে হাঁটাও কস্টসাধ্য ছিল।
এ বিষয়ে লামা উপজেলা টমটম মালিক সমিতির সভাপতি মোঃ দুলাল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুপচাপ বসে আছে। তাই নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করছি। যদিও এই সংস্কার সাময়িক। আমরা রাস্তাটি স্থায়ীভাবে মেরামতের জোর দাবী জানাই।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত