লামা প্রতিনিধি |
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই জন মৃত সদস্যকে আর্থিক অনুদান প্রদান করেছেন লামা উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২নং ওয়ার্ড শাখার সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহিম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক সাদেক হোসেনের পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেয়া হয়। দেওয়া হয় আব্দুর রহিমকে ১০ হাজার ও সাদেক হোসেনকে ৫ হাজার টাকার অনুদান। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা ও সহ-সাধারণ সম্পাদক মো.মোস্তফা জামাল আনুষ্ঠানিকভাবে মৃত সদস্যদের উত্তরাধীকারীর হাতে এ অনুদানের অর্থ তুলে দেন। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক বাসু পালিত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইকেল আইচ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মংছাইন মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত