মো. নুরুল করিম আরমান |
ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ঠেকাতে বান্দরবান জেলার লামা উপজেলায় কাপনের কাপড় গায়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচীতে ৬ হাজারেরও বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালী নারী পুরুষ অংশ গ্রহণ করেন। এ সময় এসব আন্দোলনকারী নারী পুরুষেরা মাথায় সাদা পট্টি, আবার কেউ কেউ গায়ে দিয়েছেন কাপনের কাপড়। এক পর্যায়ে আন্দোলনের মুখে ইটভাটায় অভিযান পরিচালনা করতে পারেননি পরিবেশ অধিদপ্তর’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। একই দিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা হতে কাঁঠালছড়া রাস্তায়ও স্থানীয় সহস্রাধিক নারী পুরুষ কাঁঠালছড়া এলাকার ২টি ইটভাটা রক্ষায় অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচী পালনকারী বদিউল আলম, রোকেয়া, তছলিমা, জাহানারা, রবিউল ইসলামসহ অনেকে জানান, ইটভাটার সাথে উপজেলার ৩০ হাজারেরও বেশি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। এই মূহুর্তে ইটভাটা ভাংলে ২০ হাজারেরও বেশি ইটভাটা ও গাড়ি শ্রমিক বেকার হয়ে পড়বেন। তায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করা পর্যন্ত ইটভাটা ভাঙ্গতে দেওয়া হবেনা। ভাংতে হলে প্রশাসনকে লাশের উপর দিয়ে গিয়ে ইটভাটা ভাঙ্গতে হবে। প্রশাসনকে ইটভাটা না ভাঙ্গার অনুরোধও করেন আন্দোলনকারীরা।
এর আগে গত ১৬ নভেম্বরও শ্রমিকরা অভিযানিক দলের গাড়ি বহরের সামনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে সড়কে শুয়ে প্রতিবাদ করেন। পরে এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবানের উপপরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। এতে আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বলেন, সকাল থেকে কাপনের কাপড়, ব্যানার ফেস্টুন নিয়ে ৫-৬ হাজার মানুষ ফাইতং বাজারে অবস্থান করেছে। উত্তেজনাপূর্ন পরিস্থিতি দেখা গেছে। উপজেলার অধিকাংশ শ্রমজীবি মানুষ এসব ইটভাটার উপর নির্ভরশীল।
তবে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযানে বাধা দানকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করা হয়েছে। অন্য যে কোন সময় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা ভেঙ্গে ফেলা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত