লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ । রবিবার ভোর রাতে উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা হিন্দু পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জনকে ৭ দিন করে সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ ও ১শ টাকা জরিমানায় ছাড় পায় একজন। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাতে একদল জুয়াড়ি লামা সদর ইউনিয়নের মেরাখোলা হিন্দুপাড়া মিলন পালের বসত ঘরে জুয়ার আসর বসায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলো- আব্দুল মালেক (৪০), মোঃ পায়েল হোসেন (২৮), মোঃ কায়েস (২৮), আব্দুল খালেক (৩০), মোঃ আইয়ুব (২৬). শংকর বসাক (৪২), মোঃ আলতাফ হোসেন (৩৮). মোঃ আইয়ুব আলী(৩৫) ও মোঃ ওসমান (২৪)। এছাড়া ১শ টাকা জরিমানায় ছাড়া পায় ডালিম পাল।
পরে আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত ৯ জনকে রোববার দুপুরে বান্দরবান জেলহাজতে প্রেরণ করা হয় বলেও জানান থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত