লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রাতিষ্ঠানিক ১০.৩২ হেক্টর জলাশয়ে ২৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচীর উদ্ভোধন করেন, বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল।
এ সময় সহকারি কমিশনার (ভুমি) লাবনী আক্তার তারানা, উপজেলা প্রকৌশলী আবু হানিফ ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ বলেন, প্রান্তিক জনগোষ্ঠির পুষ্টি চাহিদা পূরণের লক্ষে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মাতামুহুরী নদীসহ উপজেলা পরিষদ পুকুর, বিভিন্ন গীর্জা, মসজিদ, মন্দির, ও বৌদ্ধ বিহার সহ ৪৫টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত