
লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় চার অবৈধ ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাইম্যাখোলা এলাকায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন।
সূত্র জানায়, পাহাড় কেটে ও লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা করছে ভাটা মালিকরা। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভ্র্যাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় প্রতি ইটভাটাকে ২ লাখ টাকা হারে এবিসি-৪, এমবিআই, বিবিসি ও ডিবিএম নামক ইটভাটা মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন । বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত ২০১৯) এর ১৪ ধারা আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা। স ফোর্সসহ অভিযানে সার্বিক সহযোগিত করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, লাইসেন্স বিহীন ও পাহাড় কেটে ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের যেমন ক্ষতি হয়, তেমনি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। আইন ভঙ্গ করে যারা এসব কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।