প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
লামায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
লামা প্রতিনিধি |
সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ৫৪তম জাতীয় সমবায় দিবস’২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ ম্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে এক র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নির্বাহী অফিসার মো. মঈন উদিদন।
এতে সহকারি কমিশনার (ভূমি) রুবায়েতে আহমদে ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন বিশেষ অতিথি ছিলেন। দিবসে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দসহ সদস্যরা অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন- সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সামাজিক ঐক্য সুদৃঢ় হবে। শেষে সফল সমবায় সমিতির আদর্শ ছড়িয়ে দিতে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত