মো, সেলিম উদ্দিন , আজিজনগর |
বান্দরবানের লামা উপজেলার আজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন’র পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে ছাত্র-জননেতা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। ইউনিয়নের শিক্ষার্থী ও প্রায় দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষের অংশ গ্রহণে গোবিন্দপুর বাজার ও আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিলসহ ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি অংশ গ্রহণ করেন তারা।
অবস্থান কর্মসূচী চলাকালীন সময় উপস্থিত জনতা বলেন, অবৈধ ভোটে নির্বাচিত হওয়া চেয়ারম্যান জসিম উদ্দিন সাধারণ মানুষদের মিথ্যা মামলা ও হয়রানি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী দ্বারা শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নানা ভাবে হয়রানী করেছে। চেয়ারম্যান জসিম উদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে ।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহনকারীঃ আনিসুল ইসলাম, ইমরান খান। নির্যাতিত পরিবারের পক্ষ থেকে সেলিম উদ্দীন। স্থানীয়জনতার পক্ষে বক্তব্য রাখেন- মো, নুরুল আলম রাজা প্রমুখ।
এদিকে অভিযুক্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন আত্মগোপণে থাকায় মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত