1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত বিদ্যুৎ চলে গেলেই ঘুটঘুটে অন্ধকারে লামা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের দুর্ভোগ

লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থীর বিজয় দিবসের মনোমুগ্ধকর পার্ফরম্যান্সে বিশেষ সম্মাননা অর্জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে
লামার কোয়ান্টাম কসমো স্কুলের বিজয়ী শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দিচ্ছে উপজেল পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল সহ অন্যরা। -লামা প্রতিনিধি।

লামা প্রতিনিধি |
মহান বিজয় দিবসে দেশের ৩টি স্থানে কুচকাওয়াজ- ব্যান্ড বাদনে বরাবরের মতো এবারো কুচকাওয়াজে প্রথম এবং ব্যান্ড বাদনে বিশেষ সম্মাননা অর্জন করেছে কোয়ান্টাম কসমো স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী। ১৬ ডিসেম্বর দিনব্যাপী চট্টগ্রাম জেলা, বান্দরবান জেলা সদর ও লামা উপজেলায় পৃথক আয়োজিত অনুষ্ঠানে তারা এ সম্মাননা অর্জন করেন। বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়া এলাকায় কোয়ান্টম কসমো স্কুলের অবস্থা। কোয়ান্টাম স্কুল শিক্ষার্থীর এ অর্জন লামাবাসীর সুনাম বয়ে এনেছে বলে জানান সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী।
কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার সৈয়দ আল্ আমিন জানান, এ বছর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশ নেয় কোয়ান্টাম কসমো স্কুলের ৩৮ জন মেয়ে শিক্ষার্থী। তারা প্যারেডে বিশেষ ক্যাটাগরিতে প্রথম হয়। এছাড়াও এ স্কুলের ৬৯ জনের ছেলেদের ব্যান্ড টিম দেশাত্মবাধক বিভিন্ন গানের ব্যান্ড বাদন প্রদর্শন করে মুগ্ধ করে আগত হাজার হাজার দর্শককে। এ জন্যে তাদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান, মেট্রপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিয়াইজি নুরে আলম মিনা ও জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ।


এদিকে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে প্রাথমিক গ্রুপে ও ডিসপ্লেতে প্রথম হয় কোয়ামটাম কসমো স্কুল ও কলেজের জুনিয়র দল। এছাড়াও ব্যান্ড বাদনে বিশেষ পারদর্শিতা পুরস্কার অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুলের ৪২ জনের ব্যান্ড টিম। এ বছর বান্দরবানে কোয়ান্টাম কসমো স্কুলের মোট ২১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
অপরদিকে লামা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র গ্রুপ এবং ডিসপ্লেতে প্রথম হয় স্কুলটির শিক্ষার্থীরা। এখানেও তারা সকল স্কুলের কুচকাওয়াজ শেষে বিশেষ ব্যান্ড বাদন প্রদর্শন করে। এবার লামায় স্কুলটির মোট ২০২ জন শিক্ষার্থী অংশ নেয়। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী কর্মকর্তা শান্তুনু কুমার দাশ, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ প্রমুখ।


এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, মহান বিজয় দিবসে কোয়ান্টাম স্কুলের পার্ফরম্যান্স সত্যিই মনোমুগ্ধকর। চট্টগ্রাম ও বান্দরবান জেলা সদরেও কোয়ান্টাম কসমো স্কুলের অর্জন লামাবাসীর জন্য অবশ্যই সুনাম বয়ে এনেছে।
প্রসঙ্গত, ২০০১ সালে মাত্র সাত জন মুরং শিশু নিয়ে যাত্রা শুরু করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। ২০ বছরের পরিক্রমায় জাতি-ধর্ম নির্বিশেষে এখন এখানে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী। দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এই স্কুলের রয়েছে শিক্ষা ও ক্রীড়ায় দেশসেরা সাফল্য। ঢাকায় জাতীয় শিশু-কিশোর কুচকাওয়াজে তারা প্রথম হয়েছে ২০১৫ থেকে টানা পাঁচ বছর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট