লামা প্রতিনিধি |
প্রথম বারের মতো অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতায় ৩০টি পদকের মধ্যে ২৫টি পদকই অর্জন করেছেন বান্দরবান জেলার লামা উপজেলার সরই ই্উনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা। বুধবার দিনব্যাপী রাজধানী ঢাকার পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোয়ান্টাম শিক্ষার্থীরা এ পদক অর্জনের মধ্য দিয়ে শুধু সরই ইউনিয়ন নয়,পুরো লামা উপজেলার সুনাম বয়ে এনেছে বলে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিযোগিদের বয়স ভিত্তিক দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরি শিক্ষানবিশ ও দ্বিতীয় ক্যাটাগরি প্রফেশনাল। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাটাগরি প্রফেশনালে অংশ গ্রহণ করেন। এতে ছেলেদের ৫টি ইভেন্টে এবং মেয়েদের ৫টি ইভেন্টেে প্রতিযোগিতা হয়। এতে সারা দেশ থেকে ৫৬টি স্কুলের ২৫০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। এ প্রতিযোগিতায় মোট ৩০টি পদকের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলজে ২৫টি পদকের মধ্যে রয়েছে বালক র্স্বণ ৫টি, রৌপ্য ৪টি ও ব্রোঞ্জ ৪টি এবং বালিকা র্স্বণ ৫টি, রৌপ্য ৪টি ও ব্রোঞ্জ ৩টি । এ হিসেবে সর্বমোট র্স্বণ ১০টি, রৌপ্য ৮টি ও ব্রোঞ্জ ৭টি । এছাড়াও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের বালক ও বালিকা উভয় দলই দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব র্অজন করে বলে জানান, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ ছালেহ আহমদ। তিনি জানান, বাংলাদশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রথম রানার্স আপ এবং দিনাজপুর জেলা ও ঈদগাঁ উচ্চ বিদ্যালয় যৌথভাবে দ্বিতীয় রানার্স আপ হয়। সমাপনী অনুষ্ঠানে আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, বাংলাদশে মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুব আরা গিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত