লামা প্রতিনিধি |
২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থোয়াইনু অং চৌধুরী।
এতে বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে, জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সভাপতি জোসনা বেগম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য মংক্যচিং চৌধুরী, জাতীয়তাবাদী যুবদলের বান্দরবান জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, জাতীয়তাবাদী যুবদলের উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম ও সদস্য আবু কাউচার ও পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল আল নোমান বিশেষ অতিথি ছিলেন।
বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধণা শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ। এরপর মাইলস্টোন স্কুল ও কলেজের উপর বিমান দুর্ঘটনায় নিহতদের আতœার মাগফিতার ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। শেষে বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফলদ গাছের চারা তুলে দেন প্রধান অতিথি থোয়াইনু অং চৌধুরী। গেল এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ১৭৮জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১১৪জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় বলে জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক।