লামা প্রতিনিধি |
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর কারিগীর সহযোগিতায় বান্দরবান জেলার লামা উপজেলায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পুষ্টি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) ‘পার্টনারশীপ ফর রিজাইলেন্ট লিভলীহুডস ইন সিএইচটি রিজিয়ন’ প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না।
আলোচনা শেষে পুষ্টি বিষয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীসহ ৯ জনকে সংস্থার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, প্রকল্প সমন্বয়কারী মংউ চিং মার্মা, প্রকল্পের মনিটরিং অফিসার থুইচাহ্লা মার্মা, অর্গানাইজার উখিং মে মার্মা, বিদ্যালয়ের সিএম মংয়ইসাই মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ে খোলা হয় একটি পুষ্টি কর্ণারও। এতে ব্যবহারের জন্য সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে স্যানেটারী ন্যাপকিন, চিরুনী, আয়না, সাবান, নেইল কাটার ও ডাস্টবিন দেওয়া হয়।
এ বিষয়ে প্রকল্পের লামা উপজেলা প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা দূরীকরণ, পুষ্টিমান উন্নয়ন ও টেকসই জীবিকায়নের লক্ষে গ্রাউস এর ‘পার্টনারশীপ ফর রিজাইলেন্ট লিভলীহুডস ইন সিএইচটি রিজিয়ন’ প্রকল্পের আওতায় লামা উপজেলার ৪টি ইউনিয়নে কাজ করছে। তারই অংশ হিসেবে গজালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা শেষে পুষ্টি কর্ণার খোলা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত