লামা প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে ভগবান বুদ্ধের পূর্ণাবয়ব মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বুদ্ধদেবের মূর্তি উন্মোচন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা মার্মা ও প্রশাসনিক কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন মূর্তি উন্মোচন অনুষ্ঠান ঘিরে গজালিয়া গাইঙ্গাপাড়া এলাকার মানুষের আনন্দ, উন্মাদনা ছিল তুঙ্গে। ভগবান বুদ্ধের মূর্তিটি দেখে ভক্তরা মনে করছেন, তাদের মাথার উপর বুদ্ধের আশির্বাদের হাত রয়েছে।এই উপলক্ষে বৌদ্ধ ভান্তে, দায়ক দায়িকারদের মিলন মেলায় রুপ নেয় গাইঙ্গাপাড়া। হাজার মানুষের মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল অনুষ্ঠানকে ঘিরে। বৌদ্ধ মূর্তি প্রতিষ্ঠা ও পুরো অনুষ্ঠানের আয়োজন করেন গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা। তিনি বলেন, গাইন্দা পাড়ার বৌদ্ধ মন্দিরের কাছাকাছি একটি টিলার উপর সোনালী রঙের বিশাল আকৃতির গৌতম বুদ্ধের মূর্তিটি বৌদ্ধ অনুরাগীদের ধর্মীয় অনুভূতিতে নতুন করে নাড়া দিয়েছে।