প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৩, ৬:১৬ পূর্বাহ্ন
লামার চেয়ারম্যান পাড়ায় ৭১৫ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ
লামা প্রতিনিধি |
কোরবানির ঈদ। সৃষ্টিকর্তার হুকুম পালন ও সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকে সামর্থ্যবান মুসলিমরা। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে অধিকাংশ মানুষ কোরবান করতে পারেন না। তাই ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে যারা কোরবান দিয়েছেন, তাদের পশুর মোট মাংসের তিন ভাগের এক ভাগ মাংস কোরবান না করা মানুষের মাঝে বিলিয়ে দেয়া নিয়ম রয়েছে। ব্যক্তি পর্যায়ে এই মাংস বিতরণ করা হলে সমাজের সবাই পাওয়ার সুযোগ থাকে না।
তাই সকলে যেন ঈদের দিনে এই মাংস পায়, সে জন্য লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া গ্রামে গত ২৭ বছর যাবৎ সামাজিকভাবে বিতরণের উদ্যোগ নেয়া হয়ে থাকে। বিগত ২৬ বছর যাবৎ লামা পৌরসভার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া সমাজ কমিটির উদ্যোগে কোরবানি দেয়া মানুষের তিন ভাগের এক ভাগ মাংস একত্রিত করে কোরবান না পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।
এই বছর (২০২৩) চেয়ারম্যান পাড়া সমাজে কোরবান না দেয়া ৭১৫ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারে ১ কেজি ৬০০ গ্রাম করে মাংস বিতরণ করা হয়। ৪৬টি গরু ৪টি ছাগল সহ মোট ১৫০ পরিবার এবছর কোরবান দিয়েছেন।
মাংস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, লামা পৌরসভার সাবেক মেয়র ও চেয়ারম্যান পাড়া মসজিদের সভাপতি মো: আমির হোসেন।
এসময় মুরুব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর মো: রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, মসজিদ কমিটির সেক্রেটারী মো: জসিম উদ্দিন, সমাজের মুরুব্বি আবুল কাসেম মিস্ত্রি, মসজিদ কমিটির সহ-সভাপতি মো: মোমিন, মসজিদ কমিটির সহ-সভাপতি আব্বাস উদ্দিন সেলিম ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত