নিজস্ব প্রতিবেদক |
সাত তামাক শ্রমিকের পর এবার বান্দরবান জেলার লামা উপজেলা থেকে ৬ গাছ কাটা শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বমুখালের আগার কমলা বাগান থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা হেলাল সওদাগরের বাগানে গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন। অপহৃতা হলেন-মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। এরা সবাই লামা ও লোহাগাড়া উপজেলার বাসিন্দা। একজনের নাম পরিচয়ন পাওয়া যায়নি। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন জেএসএস এর একটি গ্রুপ শ্রমিকদের অপহরণ করে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, শ্রমিক অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ গত দুই মাস ধরে উপজেলার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও বান্দরবান সদর উপজেলা টংকাবতী এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। এ ধারাবাহিকতায় রোববার ভোর ৫টার দিকে ৬ গাছ শ্রমিককে বাগানের ঘর থেকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে বাগানের মালিক হেলাল সওদাগর জানায়, রোববার ভোরে সন্ত্রাসীরা আমার বাগান থেকে ৬ শ্রমিককে নিয়ে গেছে। তবে এখনো মুক্তিপন দাবী করেনি। কিছুদিন আগে সন্ত্রাসীরা এসব শ্রমিকের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবী করে, দাবীকৃত চাঁদা পেয়ে তাদেরকে অপহরণ করে।
এর আগে লামা রাবার বাগানের এক শ্রমিক, এর দুইদিন পর হিলটপ এগ্রো লিমিটেডর বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে অপহরণের কয়েকদিন পর বমুখাল এলাকা থেকে সন্ত্রাসীরা সাত তামাক শ্রমিককে অপহরণ করে। পরে মুক্তিপন ও পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানের মুখে অপহৃতদের ছেডে দেয়। একের পর এক অপহরণের ঘটনায় রাবার, তামাক, গাছ, বাঁশ শ্রমিক সহ স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে বলে জানান গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসাচিং মারমা। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা। সেখানে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত পাচ্ছেন না বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত