1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

লামার ফাইতং ইউনিয়নে ইটভাটায় পাহাড় কেটে পরিবেশ বিপন্ন : ২৩ ইটভাটা মালিককে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
মৌসুমের শুরুতে একের পর এক পাহাড় কেটে মাটি যোগানের মাধ্যমে পরিবেশ বিপন্ন করার দায়ে বান্দরবান জেলার লামা উপজেলার বেশ কয়েকটি ইটভাটা মালিককে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে বান্দরবান জেলা ও চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইনে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে স্থাপিত ২৩টি ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিল্লোল বিশ^াস এ অর্থদন্ডের আদেশ দেন।
সূত্র জানায়, কোন রকম অনুমতি না নিয়ে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩০টি ইটভাটা গড়ে তোলা হয়। এসব ইটভাটার মালিকেরা ইট তৈরি করার জন্য ইটভাটা সংলগ্ন পাহাড় কেটে সাবাড় করে ফেলছে। এমন অভিযোগ পেয়ে সরেজমিন তদন্তে গিয়ে প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে এফএসি ব্রিক্সের মালিক ফরিদুল আলমকে ১ লাখ ২০ হাজার, এমএমবি ব্রিক্সের মালিক ফরিদ আহম্মদকে ২ লাখ ২০ হাজার, সেভেনবিএম ব্রিক্সের মালিক কবির আহম্মদকে ১ লাখ, এসএবি ব্রিক্সের মালিক শাহ আলমকে ১ লাখ, রায়হানকে ১ লাখ ৫৫ হাজার, ইবিএম ব্রিক্সের মালিক মোজাম্মেল হককে ১ লাখ ৩০ হাজার, বিএমডব্লিউ ব্রিক্সের মালিক মিজানকে ১ লাখ ৪০ হাজার, এমবিআই ব্রিক্সের মালিক মাহমুদুল হককে ১ লাখ ২০ হাজার, কেবিসি ব্রিক্সের মালিক মোস্তাককে ১ লাখ, এমএইচবি ব্রিক্সের মালিক আজিজ উদ্দিনকে ১ লাখ ২০ হাজার, এবিসি ব্রিক্সের মালিক বেলাল হোসাইনকে ১ লাখ, এসএমবি ব্রিক্সের মালিক হাবিবুর রহমানকে ১ লাখ ৫০ হাজার, ওয়াইএসবি ব্রিক্সের মালিক মহিউদ্দিনকে ১ লাখ, খায়রুদ্দিন মাস্টারকে ১ লাখ ২০ হাজার, বিবিএম ব্রিক্সের মালিক এহসানুল হককে ১ লাখ ৫০ হাজার, ইউএমবি ব্রিক্সের মালিক মোক্তার আহম্মদকে ১ লাখ ৭০ হাজার, ডিএমবি ব্রিক্সের মালিক নাজেম উদ্দিনকে ১ লাখ ৮০ হাজার, ইউবিএম ব্রিক্সের মালিক ওয়ালী উল্লাহকে ১ লাখ ৪০ হাজার, ইউবিএম ব্রিক্সের মালিক মুজিবুল হককে ১ লাখ ২০ হাজার, এমবিএম ব্রিক্সের মালিক মহিউদ্দিনকে ১ লাখ ৪০ চল্লিশ হাজার, ৩ এমবি ব্রিক্সের মালিক মোক্তার আহমদকে ১ লাখ ৮০ হাজার, এসবিডব্লিউ ব্রিক্সের মালিক গিয়াস উদ্দিনকে ১ লাখ ৬০ হাজার, ফাইভবিএম ব্রিক্সের মালিক জোনায়েদকে ১ লাখ ৩০ হাজার টাকাসহ ২৩ ইটভাটার মালিককে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফাইতং ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির খান বলেন, বিভিন্ন উন্নয়ন কাজের জন্য আমরা এই ইটভাটাগুলো পরিচালনা করি। ইটভাটাগুলোতে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক রয়েছে। ৫ শতাধিক পরিবারের আয় রোজগার হয়। এত টাকা জরিমানা করলে আমরা কিভাবে ইটভাটা পরিচালনা করব। কত টাকাই বা এখানে লাভ হয়। এভাবে জরিমানা করতে থাকলে আমরা ভবিষ্যতে আর ইটভাটা না করার সিদ্ধান্ত নিয়েছি।
পরিবেশ বিপন্ন করার দায়ে ইটভাটাকে জরিমানার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, ফাইতং ইউনিয়নে গড়ে ওটা ইটভাটাগুলোর কোন বৈধতা নেই। তাছাড়া এসব ইটভাটার কারণে বিপন্ন হচ্ছে পরিবেশ। তাই ২৩টি ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, গত ৪ অক্টোবর জেলা ও বিভাগীয় পরিবেশ অধিদপ্তর যৌথভাবে লামা ফাইতং ইটভাটায় অভিযান পরিচালনা করে। এ অভিযানকালে প্রায় ১ লাখ ঘনফুট পরিমাণে পাহাড় কাটার সত্যতা পান। ইটভাটার আশেপাশে ৩০ একর জুড়ে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে সাবাড় করে ফেলেছেন ইটভাটা মালিকরা। সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।
এদিকে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, ইটভাটা মালিকদেরকে পাহাড় কেটে এ ধরনের ইটভাটা না করে আধুনিক পদ্ধতির ঝিকঝাক ইটভাটা তৈরির পরামর্শ দিয়েছি। আদেশ না মেনে যারাই পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট